সহজে মোটরসাইকেলের লাইসেন্স পেতে হালুয়াঘাট সার্কেল এএসপির সহযোগিতা

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৮ ২০১৯, ২০:৪২

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট/ধোবাউড়া থানার মোটরসাইকেল চালকদের খুব সহজে লাইসেন্স পাওয়ায় সহযোগিতা করছেন হালুয়াঘাট সার্কেল এএসপি আলমগীর হোসেন।

চালকদের কথা চিন্তা করে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনকল্পে লাইসেন্স এর আবেদন এবং টাকা জমা দেওয়ার রশিদ হালুয়াঘাট শহীদ মিনারে একত্র করে বিতরণ করেছেন সার্কেল এএসপি আলমগীর হোসেন। এছাড়াও তিনি অফিস থেকে আরো কয়েক শত ফরম বিতরণ করেন। ইতিমধ্যে ফরমটি ফটোকপি করে বর্তমানে হাজার ছাড়িয়ে গেছে।

আগামী ২০ নভেম্বর হালুয়াঘাট থানায় ফরম জমা নেয়া হবে। যারা যারা ২০ তারিখ ফরম জমা দিবেন তারা ন্যাশনাল আইডিতে যেভাবে নাম আছে ঠিক সেভাবে ফরম পূরণ করে এএসপি আলমগীর হোসেনের ফেইসবুক আইডিতে পাঠাতে পারেন।

জমা দেওয়ার সময় ফরমটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা, ফরমের পেছনের পাতা সরকারি এমবিবিএস ডাক্তার কর্তৃক পূরণ হয়েছে কিনা, সঠিক বানানে /এনআইডি সাথে মিলিয়ে দেখবেন।

কমপক্ষে অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট সাথে থাকতে হবে, এনআইডি ফটোকপি থাকতে হবে, ২ কপি স্ট্যাম্প সাইজ এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবিও লাগবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশের পক্ষ থেকে এমন একটি উদ্যোগ নেওয়ায় প্রশংসা করছেন মটরসাইকেল চালকরা।