সরকারকে ক্ষমতায় আনতে কওমি শিক্ষকদের সহযোগিতার আহ্বান

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৪ ২০১৮, ০৭:৩৭

উন্নয়নের ধারা অব্যহত রাখতে কওমি শিক্ষকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (৪ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কওমি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে সরকার ২০১৭ সালে এ শিক্ষাকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়। ২০১৮ সালে কওমি শিক্ষার দাওরায়ে হাদীসকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে আইন পাস হয়। পরে ১৩ আগস্ট আইনটি মন্ত্রিসভায় পাস করে বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার গরীব-দুঃখী মানুষের দুঃখ লাঘবে কাজ করছে। অতি অল্প সময়ের মধ্যে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের পরিবর্তন দেখে বিশ্ববাসী অবাক হয়ে গেছে।

ন্যায়সঙ্গতভাবে ও প্রকৃত মুসলমান হিসেবে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে থেকে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর এ উন্নয়নের ধারাকে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষা পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারকে সহযোগিতার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।