সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে হতাশা পরিহার করে, সম্ভাবনা তালাশের উদ্দেশ্যে কাজ করতে হবে —— অধ্যাপক মুহাম্মাদ খালেকুজ্জামান

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২৪ ২০১৮, ২১:৫৫

লন্ডন প্রতিনিধি একুশে জার্নাল: গত ২৩ নভেম্বর ২০১৮, ইস্ট লন্ডনস্থ আলহুদা সেন্টারে খেলাফত মজলিস যুক্তরাজ্যের নির্বাহী সদস্যদের সাথে কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান সাহেবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কামরুল হাসান খান।

মতবিনিময় সভায় উপস্থিত অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, খেলাফত মজলিস একটি উজ্জ্বল সম্ভাবনাময় আন্দোলন, তাই কর্মীগণ সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে হতাশা পরিহার করে, সম্ভাবনা তালাশের মাধ্যমে প্রোএক্টিভ এবং এক্টিভের ভিত্তিতে রিএক্টিভ অন্তর থেকে পরিত্যাগ করে মানবতার মুক্তির লক্ষ্যে সমাজে কাজ করার আহবান জানান।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি কেন্দ্রীয় যুগ্ম মহাসচীব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সদরুজ্জামান খান।এতে আলোচনায় অংশ নেন, খেলাফত মজলিস ইউকের সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শওকত আলী, মাওলানা মুফতী হাসান নুরী চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করীম, ক্বারী মুহাম্মাদ আব্দুল করিম উবায়েদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ কামরুল হাসান খান, দাওয়া সম্পাদক মাওলানা আতাউর রাহমান জাকীর, তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক হাফিজ শেখ মুস্তাক আহমাদ, সদস্য হাফিজ সাদিকুর রাহমান, সদস্য প্রফেসার আহযাবুল হক, লন্ডন সিটির সভাপতি মাওলানা হাফিজ এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রাহমান, ক্যামব্রিজ শাখার সভাপতি মাওলানা নুমান উদ্দীন প্রমুখ।