সভাপতির ‘ন্যাক্কারজনক’ কর্মকাণ্ডের দায়ভার এড়াতে ১৪ ছাত্রনেতার অব্যাহতি 

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২২ ২০২০, ২৩:০০

এবি হান্নান, ভোলা জেলা প্রতিনিধি

সম্প্রতি ভোলায় ছাত্র দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি নিয়ে বাণিজ্য ও মেয়াদোত্তীর্ণ কমিটিতে বহাল থেকে বিভিন্ন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের কৃতকর্মের দায়ভার এড়াতে  পৌর কলেজ ও থানা ছাত্রদলের ১৪ নেতাকর্মী দল থেকে অব্যাহতি নিয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে অব্যাহতি নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা।

অব্যাহতি নেওয়ারা হলেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাকিল, নুরুল ইসলাম বাপ্পি, সদস্য মোঃ শামিম, সদর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, মোঃ ইব্রাহিম, সাইক ইশতিয়াক পিয়াস,সদস্য মোঃ ইয়ামিন, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জানে আলম আকাশ, যুগ্ম আহবায়ক জুবায়ের হোসেন সাব্বির, সদস্য ইভান সিকদার, আরাফাত রহমান জিকু, মাকসুদ ফারহান, মোঃ রায়হান।

সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাকিল জানান,বছরের পর বছর ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি জেলা ছাত্রদলের কমিটি। এর ফলে সংগঠনের মধ্যে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে।তাছাড়া জেলা ছাত্রদলের সভাপতির পদ পাওয়ার পর থেকেই স্বেচ্ছাচারিতাসহ অর্থের বিনিময়ে বিবাহিত, মাদকাসক্ত এবং অছাত্র ব্যক্তিদের দলের থানা, পৌর ও কলেজ শাখার কমিটিগুলোতে স্থান করে দিয়ে নানাভাবে বিতর্কিত হয়েছেন।সরকারি দলের সাথে আঁতাত করে রাজনীতি করাসহ নিজ দলের ত্যাগী নেতাকর্মীদের নানাভাবে বঞ্চিত করে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছেন তিনি।তার স্বেচ্ছাচারিতার দায়ভার এড়াতে আমিসহ পৌর কলেজ ও থানা ছাত্রদলের ১৪ নেতাকর্মী দল থেকে অব্যাহতি নিয়েছি।

সদর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান জানান, বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে ছাত্রদলকে বারবার কলঙ্কিত করছে জেলা সভাপতি।এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।মেয়াদোত্তীর্ণ কমিটিতে বহাল রেখে এইসব কর্মকাণ্ডে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের কৃতকর্মের দায়ভার এড়াতে আমরা অব্যাহতি নিলাম।

এ বিষয়ে জানতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা সম্ভব হয়নি