সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর আস্থা-বিশ্বাস ফিরিয়ে আনতে হবে-আল্লামা বাবুনগরী

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৮ ২০১৮, ২১:০১

হাবীব আনওয়ার:নাস্তিক-মুরতাদরা আবারো মাথা চড়া দিয়ে উঠেছে।আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে বিভিন্ন ভাবে কটূক্তি শুরু করেছে।তাদের প্রতিহত করতে হবে।এদেশে কোন নাস্তিক -মুরতাদের স্থান হবে না।
এটি বাংলাদেশ।১৮ কোটি মুসলিমের দেশ।এদেশে হুকুম চলবে আল্লাহর।এদেশে সংবিধান চলবে কুরআনের সংবিধান।

আজ ৮ই নভেম্বর (বৃহস্পতিবার) হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চট্টলার ঐতিহ্যবাহী সেবা মূলক সংগঠন আল আমিন ফাউন্ডেশনের ২৫ তম বার্ষিক মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে
হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা আল্লাহর উপর আস্থা-বিশ্বাস রাখে না তারা মুরতাদ।আর মুরতাদের স্থান জাহান্নামে, বাংলাদেশে নয়।দ্রুত সংবিধান সংশোধন করে আল্লাহর উপর আস্থা-বিশ্বাস বহাল রাখার দাবি জানান।অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ার করেন।

আল্লামা বাবুনগরী বলেন, হেফাজত ইসলাম কোন রাজনৈতিক সংগঠন নয়।এবং তার দাবিও কোন রাজনৈতিক দাবি নয়।হেফাজতের ১৩ দফা এদেশের মুসলমানের ঈমানি দাবি।
তিনি বলেন, যারা আমাদের হৃদয়ের স্পন্দন নবী ছা.কে গালি দেয়, তাদের মৃত্যু দণ্ডের বিধান রেখে আইন পাশ করতে হব।
এদেশে মন্ত্রী -এমপিদের গালি দিলে বিচার হয়।অথচ,প্রিয় নবীকে গালি দিলে শাস্তি হয়নি।এটা খুবই দুঃখজনক!
এসময় নাস্তিক আসাদ নূরকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান।
এবং যুব সমাজকে বুকের রক্ত দিয়ে হলেও ইসলাম রক্ষার আহবান জানান!