ষান্মাসিক পরীক্ষাকে বার্ষিক স্বীকৃতি দিয়ে দেওবন্দ মাদ্রাসার ওয়েবসাইটে ফলাফল প্রকাশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৭ ২০২০, ২৩:৪৬

ইলিয়াস সারোয়ার: ভারতের বিখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে ষান্মাসিক পরীক্ষাকে বার্ষিক স্বীকৃতি দিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন।

আজ ওয়েবসাইটে বার্ষিক পরীক্ষার ফল হিসেবে দারুল উলূমের উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চতর বিভাগসমূহের ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, অতীতে অনেকবার দারুল উলূমে এই মর্মে ঘোষণা দেওয়া হয়েছিল যে, যদি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হয় তবে ষান্মাসিক পরীক্ষাকেই বার্ষিক হিসেবে পরিগণিত করা হবে। সেমতে আরবি ১ম থেকে আরবি ৩য় পর্যন্ত পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল যথারীতি প্রকাশ করা হয়েছে। আর আরবী চতুর্থ থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ষান্মাসিক পরীক্ষার ফলাফলকেই বার্ষিক হিসেবে স্বীকৃতি দিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ রাত ৮ টায় দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল ফেসবুক পেইজে এসব বিষয় জানানো হয়।