শ্রীলঙ্কায় মুসলিম নির্যাতন, ২ বৌদ্ধ নেতাসহ আটক ৬০

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৫ ২০১৯, ১২:৪৩

 

শ্রীলঙ্কায় গত দুদিনে মুসলিমদের হামলা, নির্যাতন, দমন-পীড়ণ ও মসজিদ ভাঙচুর কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ২ বৌদ্ধ নেতাসহ প্রায় ৬০ জনকে আটক করেছে পুলিশ। চলমান উত্তেজনা ও মুসলিম বিরোধী দাঙ্গা ঠেকাতে মঙ্গলবারও দেশ জুড়ে রাত্রীকালীন কারফিউ জারি ছিলো।

এর আগে সোমবার কারফিউ ভেঙে বিভিন্ন মসজিদ ও মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। দেশটির উত্তর-পশ্চিমের পুত্তালাম জেলায় এক ব্যবসায়ীর দোকানে ক্রুদ্ধ জনগণ হামলা চালিয়ে ছুরিকাঘাতে এক মুসলিম ব্যবসায়ী হত্যা করে। হেট্টিপোলা শহরেও তিনটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সোমবার রাতে শ্রীলঙ্কার কিনিয়ামা শহরে একটি মসজিদে হামলা চালিয়ে এর দরজা-জানালা ভাংচুর করা হয়। মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফে তছনছ করা হয়।

এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বৌদ্ধ দলের দুই নেতা রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

এদের একজন হলেন মহাসন বালাকায়া দলের নেতা অমিথ ওয়েরাসিংহে এবং তথাকথিত দুর্নীতি বিরোধী আন্দোলনের স্বঘোষিত নেতা নমাল কুমারা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দাঙ্গা-হাঙ্গামা আরও ছড়িয়ে পড়া ঠেকাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ মানুষ মুসলিম।