শ্রীমঙ্গল পৌরসভার ৩ দিনব্যাপী তাফসির মাহফিল সম্পন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০২ ২০১৯, ১৮:১৫

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর তাফসির পরিষদের উদ্যোগে ৩ দিনব্যাপী ৪২তম ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিল ১ ডিসেম্বর রাত ১১টায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পেশ করেন বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুজিবুর রহমান চট্টগ্রাম, মাওলানা মুফতি বশির আহমদ, মাওলানা মামনুনুল হক, মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, হাফেজ মাওলানা ফেরদাউসআহমদ মাধবপুরী, মাওলানা মুশাহিদ কাসেমী, মাওলানা মুজাহিদ আহমদ, মাওলানা সাদত আমীন বর্ণভীসহ স্থানীয় উলামায়ে কেরাম।
তাফসির মাহফিলে বক্তারা বলেন, শিরক-বিদআত, দুর্নীতি, সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে কুরআন-সুন্নাহর বিকল্প নেই। জীবনের সর্বক্ষেত্রে রাসুল (স.) এর আদর্শ প্রতিষ্ঠা করলেই কেবল সন্ত্রাসমুক্ত আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব।
প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর শুক্রবার থেকে মাহফিল শুরু হয়ে রবিবার ১ ডিসেম্বর শেষ হয়।