শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও পরীক্ষার ফলাফল প্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৯ ২০১৯, ১৮:১২

একুশে জার্নাল ডটকম :

মানসম্মত ও যুগোপযুগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নেয়াব আলী। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আনসার বাহিনীর সদস্য সৈয়দ এহছান আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, রেশমি আক্তার, পিংকি গোয়ালা এবং প্রিয়াক দেব বর্মা।

অনুষ্ঠানে প্লেথেকে পঞ্চম শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ফলাফল ঘোষণা করেন প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

৩৯টি জিপিএ ফাইভসহ শতভাগ পাশ করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে অভিভাবকবৃন্দের হাতে শিক্ষার্থীর পাঠোন্নতি বিবরণি তুলে দেয়া হয়। প্রসঙ্গত, পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও লেখাপড়ার মানোন্নয়নের স্বার্থে অভিভাববক সমাবেশের আয়োজন করা হয়।