শ্রীমঙ্গলে স্টাডি হেল্প কোচিং সেন্টারের তৃতীয় শাখা উদ্বোধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৬ ২০১৯, ১৮:১৬

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজের শ্রীমঙ্গলে স্টাডি হেল্প কোচিং সেন্টারের তৃতীয় শাখার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বিকালে শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডে এক মতবিনিময় সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক, তরুণ ব্যবসায়ী মোঃ শামীম আহমদ।

স্টাডি হেল্প কোচিং সেন্টারে পরিচালক হাবিবুর রহমানের সভাপতিতে ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ নাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোচিং সেন্টারের শিক্ষিকা পলি দেব, রিপা গুপ্তা, রুমি আক্তার, মাহমুদা আক্তার, ইসরাত জাহান মুক্তা। প্রসঙ্গত, কোচিং সেন্টারটি তোমাদের মেধা আমাদের পরিচর্যা এই স্লোগানকে সামনে নিয়ে ২০১৬ সালের ১ মার্চ থেকে শ্রীমঙ্গলের রামনগরের মণিপুরী পাড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ বছর সাফল্যের চতুর্থবর্ষে পদার্পণ করেছে। শ্রীমঙ্গলের টিকিরিয়া মণিপুরি পাড়া এবং রামনগর মণিপুরী পাড়ায় এ কোচিং সেন্টারের আরও দুিট শাখা রয়েছে। তৃতীয় শাখাটি শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোড।

বাণিজ্যিক মনোভাব নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেই স্টাডি হেল্প কোচিং সেন্টারটি গত ৩ বছর ধরে শিক্ষার্থীদের সেবা করে যাচ্ছে বলে জানান কোচিং পরিচালক হাবিুবর রহমান। তিনি আরও জানান- চতুর্থ শ্রেণি থেকে একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শাখায় সৃজনশীল পদ্ধতীতে পাঠদান করানো হয় শিক্ষার্থীদের। ২০১৮ সালের পিইসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কোচিং সেন্টারের ৪ জন শিক্ষার্থী এ প্লাস এবং টেলেন্টপুল বৃত্তি পায়। এছাড়াও বিগত ৩ বছর শতভাগ সাফল্য অর্জন করে কোচিং সেন্টারের সুনাম বয়ে আনে কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা।