শেষ হলো তিনদিন ব্যাপি তাহফিজের প্রতিষ্ঠার ১০ বছর উদযাপন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৪ ২০১৯, ১৩:০৩

 

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠার ১০ বছর উপলক্ষে তিন দিন ব্যাপি প্রোগ্রামের আজ সমাপ্তি হল আলহামদুলিল্লাহ।

জাতীয় এই প্রতিযোগিতায় প্রথমস্হান অধিকারী পেলেন পবিত্র বায়তুল্লাহ জিয়ারত।

উপস্হিত ছিলেন, সৌদি আরবের হযরত বেলাল( র)বংশধর ড.মাহমূদ আদ উলা ও ভারতের দেওবন্দ মাদরাসার প্রধান কারী আল্লামা কারী আব্দুর রউফ ও ভারতের দেওবন্দ মাদরাসার শিক্ষা সচিব,উক্ত প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী,আল্লামা আবু তাহের জিহাদী উপস্হিত ছিলেন বাংলাদেশ কারী সমিতির আন্তর্জাতিক ৬ জন কারী কারী সাহেব, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৭ জন উপরস্ত কর্মকর্তা,php কুরআনের আলোর হাফেজ মাওলানা আবু ইউছুফ মাওলানা মিজানুর রহমান হানাফী, আহলুল হুফ্ফাজের ৪ জনসহ দেওনার পীর সাহেব ডালকানগরের পীর সাহেব জামিয়াতু ইব্রাহীমের প্রিন্সিপাল জামিয়া আশরাফিয়ার প্রিন্সিপাল ইসলামিক ফাউন্ডেশনের সহকারী ডাইরেক্টর , কারী বেলালী, কারী আসাদ, মাওলানা মাহমূদ,মাওলানা শায়েখ উসমান গনি মাওলানা আরিফী মাওলানা এহাসান সিরাজ, সাব্বির মাজহারী, মাওলানা খন্দকার মাহবুব,চ্যানেল 24 এর জনাব রিপন সেরা হাফেজ ফাউন্ডেশনের ৪ জন হাফেজ মাওলানা হেলাল উদ্দীনসহ দেশ বিদেশের মেহমানবৃন্দ।

অনুষ্ঠানের স্হান ছিলো, মারকাজুত তাহফিজের স্হায়ী ক্যাম্পাস সাইনবোর্ড যাত্রাবাড়ীতে।