শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ইসলামের খেদমত করে যেতে পারি- -আল্লামা আহমদ শফী

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৯ ২০১৮, ১৬:০৮

আবির আবরার: যারা আল্লাহ কে অস্বীকার করে তাদের ঠাঁই এই বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ‘র আমীর, দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ৷

হাটহাজারী পার্বতী হাইস্কুল ময়দানে আল আমিন ফাউন্ডেশন আয়োজিত আজকের মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বলেন, ৯৬ বছর বয়সে অনেক কষ্ট স্বীকার করে আপনাদের দোয়া নিতে এসেছি ৷ জীবনের পুরোটা সময় আমি এই হাটহাজারীবাসীর খেদমতে ব্যয় করেছি ৷ দোয়া করবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ইসলামের খেদমত করে যেতে পারি ৷

তিনি সুরা ইখলাসের তাফসীর পেশ করতে গিয়ে এক পর্যায়ে বলেন, কিছু লোক এই দেশে আছে যারা আল্লাহকে না দেখার অজুহাতে আল্লাহ পাককে অস্বীকার করে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুসলিম ঘরে জন্ম নিয়ে আল্লাহকে অস্বীকারকারীরা এদেশে তাদের ঠাঁই হবে না ৷

তিনি সকলকে বেশী বেশী আল্লাহ পাকের জিকির করার আহ্বান জানিয়ে বলেন হয়তো এই উসিলায় আল্লাহর অনুগ্রহে বেহেশত আমরা পেয়ে যেতে পারি ৷ তিনি উলামায়ে কেরামকে ভালবাসার আহবান জানিয়ে উলামায়ে কেরামের সমালোচনা করার ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক করে দেন ৷