শেরপুরে গণধোলাইয়ের শিকার যুবক

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৮ ২০২০, ২২:৫০

মোঃ নাইমুর রহমান তালুকদার, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যানের ছেলে পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে সালমান মিয়া (২৫) নামে এক যুবক গণধোলাইয়ের শিকার হয়েছে। ২৭ জুন শনিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। সালমান উপজেলার মালিঝিকান্দা গ্রামের লাল মিয়ার ছেলে।

বাকাকুড়া গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টার, গান্ধিগাঁও গ্রামের ইউপি সদস্য বকুল চন্দ্র কোচসহ স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সালমান বাকাকুড়া এলাকায় গিয়ে উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের ছেলে হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে সে বাজারের ব্যবসায়ীদের বিনামূল্যে সৌর বিদ্যুৎ দেয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। ওইসময় তার কথাবার্তায় সন্দেহ হলে সালমানকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ সালমানকে আটক করে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার সালমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।