শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে ২১ আগস্টকে দুর্ঘটনায় বলছে বিএনপি; কাদের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২২ ২০২০, ১৮:২৬

পরিকল্পনামত গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে বিএনপি ২১ আগস্টকে দুর্ঘটনা হিসাবে চালিয়ে দিতে চাইছে বলে দাবী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২২আগস্ট (শনিবার) সরকারি বাসভবন থেকে অনলাইন কনফারেন্সে রাজশাহী জোনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দালিলিক প্রমাণ থেকে বেরিয়ে এসেছে এ হত্যাকাণ্ডে মদদ কারা দিয়েছে, কারা হাওয়া ভবনে বসে নির্দেশনা দিয়েছে। এ ঘটনার মাস্টার মাইন্ড তখন হাওয়া ভবন। বিএনপির শীর্ষ নেতৃত্ব সবই জানতেন। সত্য অস্বীকার করার উপায় নেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘আজকে বিএনপি নেতারা বলছেন, প্রকাশ্য দিবালোকের মত যে সত্য স্পষ্ট তা চাপা দিয়ে সত্যকে বিকৃত করে তারা বলছেন, ২১ আগস্ট নাকি দুর্ঘটনা। ২১ আগস্ট গ্রেনেড হামলা, রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল। এটা দিবালোকের মতোই পরিষ্কার। যা ছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতা। ২১ আগস্টে মূল লক্ষ্য ছিল দেশরত্ন শেখ হাসিনা, মুফতি হান্নান তার স্বীকারোক্তিতে এটা স্বীকার করেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হতে পারে সেদিন হাওয়া ভবনের ছক অনুযায়ী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি বলে তারা ঘটনাকে দুর্ঘটনা বলছে। হাওয়া ভবনের সেদিন খুনিদের নিখুঁত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তারা তাদের দৃষ্টিকোণ থেকে দুর্ঘটনাই মনে করতে পারে।’