শিল্পী জনি ও কালু হত্যার প্রতিবাদে ঈদগড়ে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৫ ২০২০, ১৬:৪০

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার, কক্সবাজার:আ

শিশু শিল্পী জনি দে রাজ ও মোহাম্মদ কালু হত্যার প্রতিবাদে কক্সবাজারের রামুর ঈদগড় সড়কে সকাল সন্ধ্যা হরতাল চলছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে এলাকাবাসীরা বন্ধ রেখেছে সব দোকান পাট। শুধু মাত্র জরুরী সেবা বিশেষ করে ওষুধের দোকান খোলা রাখা হয়েছে। কক্সবাজার ঈদগাঁও থেকে রামুর ঈদগড় বাইশারি পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচলও।

এছাড়া বেলা ১১ টায় বিভিন্ন সামাজিক সংগঠন, দোকান মালিক সমিতি ও সাধারণ মানুষের অংশ গ্রহনে মানববন্ধন হয়েছে।

ঈদগড়ের বাসিন্দা আবুল কাশেম জানান, সম্প্রতি জনি ও কালু হত্যাকারীদের আটক এবং দীর্ঘদিন ধরে ঈদগড় সড়কে খুন অপহরণ ও ডাকাতি বন্ধের প্রতিবাদে এই হরতাল পালিত হচ্ছে। যতদিন পর্যন্ত অত্র এলাকার অপরাধ বন্ধ ও অপরাধীদের আইনের আওতায় আনা হবেনা ততদিন নানা কর্মসুচী পালিত হবে।
স্থানীয়রা বিজিবির টহল ও সেনা ক্যাম্প স্থাপনের দাবী জানিয়েছেন এই আন্দোলন থেকে।