শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য: আনোয়ারুজ্জামানের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২০ ২০২৩, ১৯:২২

হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় সিলেট সিটি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের মনোনয়ন পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) হলফনামায় শিক্ষাগত যোগ্যতা এবং জন্ম তারিখ নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় রিটটি দায়ের করেন আওয়ামী লীগ নেতা একে এম আবু হুরায়রা সাজুর পক্ষে আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রিটটি দায়ের করেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে।

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চে আগামীকাল বুধবার (২১ জুন) রিটটি শুনানির কথা রয়েছে।

এর আগে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

আগামীকাল রাজশাহী ও সিলেট সিটিতে নির্বাচন। আগের তিনটির মত এ দুই সিটি নির্বাচনেও ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-এভিএমে। কেন্দ্রে ভোট পরিস্থিতি এবারও সিসি ক্যামেরায় দেখবে কমিশন।

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ কয়েকটি দল ভোটে অংশ নিলেও নেই বিএনপি। বরিশালে এক মেয়র প্রার্থীর উপর হামলার পর এবার সিলেট-রাজশাহীর ভোট বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।