শায়খ ড. ইউসুফ কারযাভীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৬ ২০২২, ১৯:৫৮

শায়খ ড. ইউসুফ কারযাভীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

কাতারে নির্বাসিত মিশরের প্রখ্যাত ইসলামিক স্কলার ড: ইউসুফ আল কারযাভি আজ দুপুরে কাতারের দোহায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

ড. ইউসুফ আল কারযাভির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, ড. ইউসুফ আল কারাযাভী ছিলেন আধুনিক যুগের একজন বিজ্ঞ মুজতাহিদ ও দায়ী ইলাল্লাহ। যুগ জিজ্ঞাসার তাঁর ফিকহি সমাধান সর্বমহলে সমাদৃত ছিল। তাঁর রচিত মৌলিক গ্রন্থাবলী ১২০ টিরও অধিক। তাঁর অনেকগুলো বই বাংলা ভাষায় অনুদিত হয়েছিল।

ড: কারযাভী অনেকগুলো ইসলামিক গবেষণা সংস্থা, একাডেমি, অনলাইন মিডিয়া প্রতিষ্ঠা করে বিশ্বজুড়ে ইসলামী জ্ঞান ও দাওয়াত ছড়িয়ে দেয়ার মহতী কাজে আমৃত্যু জড়িত ছিলেন।

তিনি মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ইসলামী রাজনৈতিক সংগঠন ইখওয়ানুল মুসলিমুনের আমৃত্যু বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিয়েছেন। যার কারণে মিশরের স্বৈরশাসকগোষ্ঠীর রোষাণলের শিকার হয়ে কাতারে আমৃত্যু নির্বাসিত জীবনযাপন করেছেন। তাঁর ইন্তেকালে আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। ড. ইউসুফ কারযাভীকে মহান আল্লাহ মাগফিরাত দান করুন। তাঁকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আমিন।