শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২১ ২০২০, ২৩:২১

স্টাফ রিপোর্টার: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ উপজেলার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

দাউদ নগর বাজারে সারের মূল্য তালিকা না থাকায় অনিক ট্রেডার্স কে তিন হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করায় মেসার্স কৃষি ট্রেডার্স কে সাত হাজার, মহাদেব মিষ্টান্ন ভান্ডার কে মিষ্টির প্যাকেট এর ওজন ৩৩০ গ্রাম হওয়ায় দুই হাজার টাকা এবং স্টেশন রোডের বিমল পাল স্টোর কে মূল্য তালিকায় পিয়াজের মুল্য ঠিকমত না থাকায় দুই টাকা সহ মোট ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ।

অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় ।

এসময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা জনাব দেবানন্দ সিনহা পেয়াজের বাজার ও চালের বাজার বাজার মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেন ।

অভিযানে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম । জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।