শায়খুল হাদীস মুফতি মাহফুজুল হক এর সাথে লন্ডনের উলামায়ে কেরামদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৫ ২০২২, ১২:০৬

যুক্তরাজ্য সফরত কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মুহতারাম মহাসচিব, জামেয়া রাহমানিয়া আজিজিয়া এর প্রতিষ্ঠাতা শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস মুফতি মাহফুজুল হক হাফিজাহুল্লাহ এর সাথে লন্ডনের সর্বস্তরের উলামায়ে কেরামদের এক মতবিনিময় সভা গত ১০ এপ্রিল জামে দারুস সুন্নাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল‌ অব মস্কের চেয়ারম্যান প্রবীণ আলেম হাফিজ মাওলানা শামছুল হকের সভাপতিত্বে ও জামেয়া দারুস সুন্নাহ লন্ডন এর চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়ার পরিচালনা অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় লন্ডনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও‌ প্রতিনিধিত্বশীল বিভিন্ন সংগঠনের শতাধিক আলেম উলামা অংশ গ্রহণ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম দ্বীন দারুল উলুম ফর্ডোস্কার লন্ডন এর শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান মনোহরপুরী, মাজাহিরুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, মাওলানা আব্দুল কাদির সালেহ, ডক্টর মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা আশরাফ আলী, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা ফয়েজ আহমদ, মুফতি আব্দুল মুন্তাক্বিম, মাওলানা আলহাজ্ব আতাউর রহমান, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা মামনুন মহিউদ্দিন, মুফতি ছালেহ আহমদ, প্রমূখ।

মতবিনিময় সভায় শায়খুল হাদীস মুফতি মাহফুজুল হক বলেন, আলেম উলামাদের শুধু নিজের নিয়ে চিন্তা ও কাজ করলে চলবে না।নিজেদের সমাজ ও বিশ্ব মুসলিম উম্মাহকে নিয়ে চিন্তা ও কাজ করতে হবে। আমাদের নিজেদের ঈমান আকিদার সংরক্ষণের পাশাপাশি আমাদের আগামীর প্রজন্ম প্রিয় সন্তানদের ঈমান আকিদা সংরক্ষণের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।