শতাধিক আরোহী নিয়ে রাশিয়ায় ছিটকে গেল বিমান

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১০ ২০২০, ০৯:৫২

১০০ আরোহী নিয়ে বিমানবন্দরে ছিটকে গিয়েছে বিমান। রবিবার রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে এই ঘটনা ঘটে। খবর ডেইলি মেইলের।

জানা গেছে, মস্কো থেকে এক হাজার ২০০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে উটাইর এয়ারের যাত্রীবাহী বিমানটি অবতরণের সময় ছিটকে যায়। ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তবে একজন মহিলা যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকার কারণে উটাইর এয়ারের বোয়িং ৭৩৭ ব্মিানটি অবতরণের সময় বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে। এরপরেই বিমানে আগুন লাগতে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি করে বিমানটি খালি করা হয়।

যে সময় ওই বিমানটি রানওয়েতে অবতরণ করছিল সেসময় ওই এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে প্রবল বেগে হাওয়া বইছিল।

ল্যান্ডিং এর মুহূর্তে চাকা মাটি ছোঁয়ার আগেই বিমানের পেছনের অংশ রানওয়ে স্পর্শ করে। যার ফলে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়।