শতবর্ষী বৃদ্ধাকে বিয়ে করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক জন!

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৬ ২০১৯, ০১:২৮

আবির আবরার:
দু’জনেই থাকেন বৃদ্ধাশ্রমে। সেখানেই পরিচয়, অতঃপর পরিণয়।  দু’জনের বয়সই শতের কোটা ছাড়িয়েছে। তবে স্ত্রীর বয়স স্বামীর তুলনায় ৩ বছর বেশি!

যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যে গত বুধবার বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।

সিলভানিয়ার কাছে টলেডো শহরের কিংস্টন রেসিডেন্সে থাকেন জন ও ফিলিস কুক। পরিবার বিচ্ছিন্ন এই দুই নর-নারীর মধ্যে পরিচয় গড়ে ওঠে প্রায় বছর খানেক আগে।

সম্প্রতি ফিলিসকে বিয়ের প্রস্তাব দেন মাত্রই ১০০ বছরে পা দেয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক জন।  প্রস্তাব গ্রহণে দেরি করেননি ১০৩ বছর বয়সী ফিলিস।  জানিয়ে দেন, তিন বছরের ছোট পাত্রকে বিয়ের ব্যাপারে বিন্দুমাত্র আপত্তি নেই তার! বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষও বিয়ের আয়োজনে দেরি করেনি।

জানা যায়, এই দুই নর-নারীরই আগে দুবার করে বিয়ে হয়েছিল। তারা জানান, এই বয়সে এসেও তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সম্পর্কের প্রতি শ্রদ্ধা বজায় রাখতেই। খবর ফক্স নিউজের।