লোকসভার প্রায় অর্ধেক নতুন সাংসদই ‘দাগী’

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৫ ২০১৯, ২০:৩৯

সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে৷ বেশিরভাগ জয়ী প্রার্থীদেরই রয়েছে ‘Criminal Records’(ক্রিমিনাল রেকর্ডস). এই প্রার্থীরা যেখানে ৫.৫ শতাংশ রয়েছেন সেখানে স্বচ্ছ ভাবমূর্তি এবং ‘Criminal Records’(ক্রিমিনাল রেকর্ডস) নেই এমন প্রার্থী রয়েছেন ৪.৭ শতাংশ৷ সপ্তদশ লোকসভায় প্রায় অর্ধেকের কাছাকাছি নতুন সাংসদদেরই এই ‘Criminal Records’(ক্রিমিনাল রেকর্ডস) রয়েছে৷ খবর কলকাতা নিউজের।

চলতি লোকসভায় ৫৩৯জন জয়ীদের মধ্যে ২৩৩ সাংসদের বিরুদ্ধে এই ধরণের রেকর্ড রয়েছে৷ ২০০৯ সাল থেকে এই অবস্থা ৪৪ শতাংশ বেড়েছে৷ উদাহরণ স্বরূপ, কেরলের ইদুক্কি লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস সাংসদ কুরিয়াকোসের বিরুদ্ধে রয়েছে ২০৪ টি ক্রিমিনাল কেস৷

ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে জয়ীদের মধ্যে ৩০ শতাংশ বা ১৬২ জনের ক্রিমিনাল কেস রয়েছে বলে জানা যায়, অন্যদিকে ২০১৪সালে সেই শতাংশ এবং সংখ্যা যথাক্রমে ৩৪ এবং ১৮৫-তে পৌঁছে যায়৷ আর এবার ২০১৯ সালে তা পৌঁছে গেল প্রায় অর্ধেকের কাছে৷

লোকসভায় নয়া সাংসদদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং ৩০ জনের বিরুদ্ধে হত্যার প্রচেষ্টার মামলা রয়েছে৷ তাছাড়াও ১৯ সাংসদের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতি সংক্রান্ত মামলা রয়েছে আবার তিন জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে বলে জানা যাচ্ছে৷ এছাড়া ৬ জনের বিরুদ্ধে রয়েছে অপহরণ সংক্রান্ত মামলা৷ আবার ২৯ জন জয়ীর বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার জন্য মামলা চলছে৷