লালবাগ জামেয়া থেকে মুফতি সাখাওয়াতসহ ৫ শিক্ষককে অব্যহতি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৫ ২০২১, ১৮:১৬

জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যুবায়ের, মুফতি সাখাওয়াত হোসাইন রাজিসহ ৫ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামেয়ার সিনিয়র মুহাদ্দিস (সদ্য অব্যহতিপ্রাপ্ত) মাওলানা জসিম উদ্দিনের ছেলে আশরাফ মাহদি। মাদরাসার শৃঙ্খলা ও স্বার্থবিরোধী কাজের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদরাসার মজলিসে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লালবাগ জামিয়ার সদরে শূরা আল্লামা হাবিবুর রহমান। (হাজি সাহেব হুজুর)। এ সময় মজলিসে শূরার সকল সদস্য উপস্থিত ছিলেন।

অব্যাহতি দেওয়া বাকি তিনজন শিক্ষক হলেন, জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন, মাওলানা নাসির ও মাওলানা সাইফুল্লাহ হাবিবী। এর মাঝে জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা মুহাম্মদ যুবায়ের ও মুফতি সাখাওয়াত হোসাইন রাজি গত আড়াই মাস ধরে কারাবন্দী রয়েছেন।