লাবু ট্রাজেডিঃ ছেলে ও স্ত্রী হারানো আব্দুল খালিককে বুকে জড়িয়ে নেন এসপি ফরিদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৩ ২০২২, ০১:২৩

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাবু গ্রামে হত্যাকান্ডের ঘটনায় নিহত আব্দুল কাদিরের পরিবারের খোঁজ-খবর নিতে ও পরিবারের স্বজনদের দেখতে তাহার বাড়িতে ছুটে আসেন সিলেটের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

শুক্রবার (২২ জুলাই) তিনি উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউপির দক্ষিণ লাবু গ্রামে গ্রামবাসীর বর্বরোচিত হামলায় নিহত আব্দুল কাদির ও চিকিৎসাধীন অবস্থায় মৃত আব্দুল কাদিরের মা হাসিনা বেগমের পরিবারের খোঁজ-খবর নিতে তাহার বাড়িতে যান। এ সময় তিনি হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস প্রদান করেন এবং নিহত আব্দুল কাদিরের আগুনে পোড়ানো বসত ঘরটি সংস্কারের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে ১০ হাজার ও জেলা পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এ সময় এসপি ফরিদ উদ্দিন নিহত আব্দুল কাদিরের পিতা আব্দুল খালিক কে বুকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়।

উল্লেখ্য, গত ১৫ জুলাই পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণ লাবু গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন আব্দুল কাদির এবং ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত আব্দুল কাদিরের মা হাসিনা বেগমও।