লাখো ভক্তের উপস্থিতিতে আল্লামা হবিগঞ্জী রহ. ‘র জানাযা ও দাফন সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৬ ২০২০, ১৩:০৬

ইবাদ বিন সিদ্দিক: লাখো জনতার উপচে পড়া ভিড়ে আজ অচল হয়ে পড়েছিল হবিগঞ্জ শহর। হযরতের হাতেগড়া প্রতিষ্ঠান জামিয়া উমেদনগর প্রাঙ্গণ জানাযার মূল কেন্দ্র হলেও—কার্যত পুরো শহরই হয়ে উঠেছিল জানাযাস্থল।

বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় এই জানাযার ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা মাসরুরুল হক। হযরতের শেষ ইচ্ছা অনুযায়ী অন্তিম শয়ান নির্ধারিত হয়—মসজিদের পাশেই জামিয়া প্রাঙ্গণের ফুলবাগান।

সকাল দশটায় জানাযার সময় নির্ধারিত হলেও মরহুমকে একনজর দেখতে রাতেই মাদরাসা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল হতেই মাদরাসার আশপাশ লোকে লোকারণ্য হয়ে পড়ে। বেলা বাড়ার সাথে সাথে শোকাতুর মানুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়।

হবিগঞ্জবাসী সাক্ষী হলো, কালজয়ী এক মহামানবের অবিস্মরণীয় মহাপ্রয়ানের। আল্লাহ তাঁর মাক্ববারাকে রহমতে অনিঃশেষ বারিধারায় চিরসিক্ত, চিরসবুজ রাখুন। আমীন।