লন্ডনে ছাত্র শিক্ষক সমাবেশ, গুম গ্রেফতার হুমকি রিমান্ড বন্ধ করতে হবে

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৭ ২০১৮, ০৩:৩১

একুশে জার্নাল লন্ডন:গতকাল ১৬ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপর সরকার দলীয় এজেন্ট ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে লন্ডনে এক ছাত্র শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় ।পূর্ব লন্ডনের এল এস সি আই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে
হামলা ও ত্রাস সৃষ্ঠি করে সমাবেশ ও মিছিল পন্ড করা, শিক্ষকদের হুমকি ও ঔদ্যত্ব প্রদর্শন এবং ছাত্রীদের হেনস্তা ও নাজেহাল করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় । এতে বক্তাগণ বলেন , ছাত্রদের ন্যায্য দাবী আদায়ের শান্তিপূর্ণ সমাবেশে যারা হামলা করেছে তারা হলো জংগী এবং সরকারী ছত্রছায়ায় লালিত স্বৈরচার আইয়ূবের এন এস এফ’র সহোদর ।
সভায় অবিলম্বে কোটা সংস্কারের দাবী মেনে নিয়ে গ্রেফতারকৃত ও গুম হওয়া ছাত্রনেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দাবী করা হয় ।
সলিডারিটি ফর কোটা মুভমেন্ট ইউকে’র আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আব্দুল কাদির সালেহ’র সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ছাত্র নেতা নসরুল্লাহ খান জুনায়েদ এর পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ,জিএস , হল সভাপতি , ছাত্র নেতৃবন্দ ছাড়াও ঢাকা এবং অন্নান্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, কমিউনিটি ও সাংবাদিক নেতৃবন্দ যোগদান করেন ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড: কে এম এ মালেক।
কোটা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং সন্ত্রাস ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রবাসে অধিকার আদায়ের আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বত্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী,কোটা মুভমেন্ট ইউ কে’র উপদেষ্টা
ড: এম এ আজিজ , দারুল ইহসান বিশ্বিদ্যালয়ের সাবেক শিক্ষক এম আজাবুল হক।
বক্তব্য রাখেন ,শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি কামরুল আহমেদ কাবিরী, জিএস এম নুরুজ্জামান জামান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা যুবায়ের বাবু,ইফতেখার হাসানুজ্জামান,আবু তালেব সবুজ,তারেক এ চৌধুরী, মাহবুবুর রহমান,আখলাকুর রহমান, আবদুসসালাম, মোহাম্মদ অলিউর রহমান ,রাজ হাসান , মোহাম্মদ মোস্তফা , শফিক খান, মোহাম্মদ রহমান ,রুমান বখত চৌধুরী ও সালাহ উদ্দিন।
সাংবাদিক নেতা বদরুজ্জামান , আমিমুল হাসান তানিম, কোটা আন্দোলন নেতা ডলার বিশ্বাস।
প্রধান অতিথি বলেন, ছাত্রদের ন্যায় সংগত দাবীর প্রতি সরকারের অসহিষ্ণু আচরন দু:খজনক।দমন পীড়ণ ও নির্যাতন করে কোন স্বৈরাচারই ক্ষমতায় টিকে থাকতে পারেনি।
কে এম তাহের চৌধুরী বলেন, শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার বলবৎ রাখা সরকারের
সাংবিধানিক দায়িত্ব।চলমান কোটা প্রথা জাতিকে মেধা শূন্য ও পরনির্ভরশীল
করছে ।
সভায় সরকারকে হুশিয়ার করে দিয়ে বলা হয়
কোটা সংস্কারের দাবী শুধু ছাত্রদের নয় এটি এখন জাতীয় গণদাবী । আন্দোলনকারীদের হত্যা গুম ও ধর্ষনের হুমকি প্রদানকারিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।গুম গ্রেফতার রিমান্ড বন্ধ করতে হবে । মনে রাখতে হবে,শক্তি প্রয়োগ করে নাগরিক ও মানবিক অধিকার হরন শুভ পরিনতি বয়ে আনবেনা ।