লন্ডনে খিদমাহ একাডেমির উদ্যোগে বাৎসরিক শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২২ ২০১৯, ১৩:৩৩

একুশে জার্নাল লন্ডন: গতকাল ২১শে জুন শুক্রবার ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডে খিদমাহ একাডেমির উদ্যোগে বাৎসরিক শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
খিদমাহ একাডেমির সম্মানিত চেয়ারম্যান শাহ মুনিম সাহেবের সভাপতিত্বে ও মাওলানা শামছুল আলমের পরিচালনায় এতে কোরানে পাক থেকে তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের ইমাম ও শিক্ষক মাওলানা আবুল কালাম আযাদ।
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, হাফিয ইউনুস সাহেব, খিদমাহ একাডেমির ইমাম ও খতীব শেখ নাজীম উদ্দিন সাহেব।
ছোট ছোট বাচ্চাদের আকর্ষণীয় প্রদর্শনীতে গোটা অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গ ও অবিভাবকদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খিদমাহ একাডেমির কোষাধ্যক্ষ মাওলানা লুৎফুর রাহমান, রোকন উদ্দিন চৌধুরী, মাওলানা গোলাম কিবরিয়া, জনাব জুনেদ আহমদ, হাজী কাওছার আহমদ ও আব্দুল মুনিম সহ আরো অনেকে।