লন্ডনে কেয়ারার কোম্পানি কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৩ ২০১৯, ২৩:৪৬

আব্দুল হামিদ নাছার লন্ডন থেকে:
লন্ডনে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নীতিমালা অনুযায়ী ইলেকট্রনিক ডিভাইসে কেয়ারিং কর্মে লগইন লগআউটের বিড়ম্বনা থেকে নিজেকে রক্ষা করতে টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটে কর্মরত সকল কেয়ারার কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের এক জরুরী সভা গতকাল ১২ই মার্চ ২০১৯ ইংরেজী রোজ মঙ্গলবার সন্ধ্যা সাত টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়।এসোসিয়েশনের সভাপতি জনাব জগলুল খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম হেলালের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সাবেক সভাপতি এবং প্রধান উপদেষ্টা জনাব শাহান আহমেদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে টাওয়ার হ্যামলেট কাউন্সিল কর্তৃক আরোপিত কেয়ারারদের কর্মক্ষেত্রে যোগদানের সময় লগইন এবং লগআউটের প্রক্রিয়াকে একটি অতিরঞ্জিত বুঝা হিসেবে অভিহিত করেন, পাশাপাশি
ইলেকট্রনিক ডিভাইসে কর্মক্ষেত্রে যোগদানের মাধ্যমে কেয়ার কর্মীরা যে বিড়ম্বনার শিকার হন তার একটি অভিজ্ঞতামূলক চিত্র বর্ণনার পাশাপাশি সেই সাথে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার বন্ধের প্রতিবাদে জনসচেতনতা শীর্ষক ব্যাপক তথ্য তুলে ধরেন।
টাওয়ার হ্যামলেটে অবস্থানরত সকল কেয়ারার এজেন্সিতে কর্মরত বিপুল সংখ্যক মহিলা -পুরুষ কর্মীদের উপস্থিতে হল ভর্তি সভায় কেয়ারার কর্মীরা তাদের এ মানব সেবার বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সেই সাথে তারা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে ব্যাপক বিড়ম্বনার শিকার হন মর্মে অনেকটা চিত্র তুলে ধরে এর তীব্র প্রতিবাদ করে অচিরে তাহা বন্ধের দাবি জানান। এ ছাড়া কর্মীরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কর্মস্থলে যোগদান এবং কর্মস্থল ত্যাগকে একটি অতিরিক্ত বুঝা হিসেবে অভিমত ব্যক্ত করেন। সভায় সকল কেয়ারার কর্মী এ বিষয়টিকে সহজ করন ও সেই সাথে টাওয়ার হামলেট কাউন্সিলের মেয়রসহ কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা পূর্বক পূণঃর্বিবেচনার আহবান জানান।
তাহমিদ অাহমেদের কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মোঃ জাহিদ মিয়া, সরফরাজ খান ,সৈয়দ আবদুল মুসতাফা ,সাহিদুল ইসলাম পিপলু,রুহেনা বেগম,আনোয়ারা বেগম,নাদিরা বেগম,হামিদা বেগম ,ওয়াহিদা বেগম , লিটন আহমেদ ,হাবিবুর রহমান বাবলু, সৈয়দ জাহিদ হাসান , হাবিবুর রহমান ,আলতাফুর রহমান মাসুক ,নিপা বেগম , মারজানা বেগম , ইয়াছমিন বেগম , আয়েশা বেগম , শাহাব উদ্দিন , নুরুল আলম,সালমা খাতুন, মিস মুনা, কামরুল ইসলাম , মাহবুবুর রহমান ,জাকির হোসেন, আলী আহসান ভূইয়া,দেলওয়ার হোসাইন , মিডিয়া ব্যাক্তিত্ব শিহাব মুসতাফা ,অনলাইন নিউজপোরটাল সুরমা নিউজের পৃষ্ঠপোষক, আবদুল হামিদ নাছার ,সাবিনা বেগম , কাজী ফয়ছল, হুমায়ূন আহমেদ,মো:মুখলেছ খাঁন, প্রমুখ৷

উল্লেখ্য টাওয়ার হ্যালমেট কেয়ারার কোম্পানিগুলোর কর্মী ও এসোসিয়েশন এর নানাবিধ সমস্যা নিয়ে গত ৩০শে জানুয়ারি বুধবার দুপুর দুইটায় টাউন হলে নির্বাহী মেয়র জনবিগ্স এর সাথে জরুরী মতবিনিময় সভা করে সার্ভিস ইউজারের লগ ইন এবং লগ আউট সমস্যা ও ভিজিটিং সময় কাউন্সিল কতৃক আরোপিত ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট করার এবং জীবন ও মান উন্নয়নে মজুরি বৃদ্ধির সুপারিশ করেন। বিশেষ করে কেয়ারারদের সামাজিক ভাবে বিচ্ছিন্ন অবস্থার অবসান কল্পে এবং সার্ভিস আরো বেগবান করার লক্ষ্যে নিজস্ব অফিস ঘরের জোরালো দাবি জানিয়েছিলেন উপস্থিত কেয়ারার নেত্রীবৃন্দ। অদ্য সভায় এবিষয়ের প্রেক্ষিতে সকল কেয়ারার কর্মীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি টাওয়ার হামলেট এর নির্বাহী মেয়র জনাব জনবিগ্স বরাবরে দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।