রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি হতে পারে: ১৪ এপিবিএন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৩ ২০২২, ২৩:২৫

মানবিক সহায়তায় আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য নানা ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। হুমকি সৃষ্টির মতো অসংখ্য পরিস্থিতি বা কারণ উপস্থিতি আমাদের হচ্ছে বলেও দাবি করেছেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক নাইমুল হক।

তিনি বলেন, প্রতি বছর বছর তাদের সন্তান জন্ম হচ্ছে। সেই অনুপাতে জায়গা সংকুলান না হওয়ায় ভাসানচরে স্থানান্তরসহ নানা পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। তাছাড়া অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গারা নানান অপরাধে জড়াচ্ছে। মনে রাখতে হবে রোহিঙ্গারা আমাদের মেহমান। তারা সুন্দরভাবে থাকবে। কোনোপ্রকার অনৈতকতাকে প্রশ্রয় দেয়া হবে না। একদিন তারা মিয়ানমারে ফিরে যাবে।

গত এক বছরের কর্মকাণ্ড নিয়ে উখিয়া সদর দফতরে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ১৪-এপিবিএনের অধিনায়ক এসব কথা বলেন।

মিয়ানমারে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা কথিত আরসার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ প্রেক্ষিতে ১৪-এপিবিএনের অধিনায়ক নাইমুল হক বলেন, আরসা বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি রোহিঙ্গা ক্যাম্পে নেই। রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণকারী আজিজুল হকসহ ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।