রিলিজ হলো আহমদ আবদুল্লাহর নতুন সংগীত “ভাইরাল”

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৬ ২০১৯, ১৫:০৩

ইলিয়াস সারোয়ার: জনপ্রিয় কণ্ঠশিল্পী আহমদ আব্দুল্লাহর ধর্মীয় ভাবধারার নতুন সঙ্গীত রিলিজ হয়েছে। সংগীতটির শিরোনাম ‘ভাইরাল’।

ফেসবুক-ইউটিউবের কল্যাণে এখন যে কোনো ঘটনা-অনুঘটনা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এরই সুযোগ গ্রহণ করে কিছু ফেসবুকার ও ইউটিউবার। যা ভাইরাল করা উচিত নয় এমন অনেক কিছুই ভিডিও করে তারা ভাইরাল করে দেয়। এসব তাড়া করে স্রেফ মূল্যহীন কিছু লাইক কমেন্টের ধান্ধায়। এজাতীয় কথামালাকে উপজীব্য করেই চমৎকার ভাষায় লেখা হয়েছে ‘ভাইরাল’ গানটি।

গানটি প্রকাশিত হয়েছে গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী আহমদ আব্দুল্লাহর ইউটিউব চ্যানেলে। গানটি গেয়েছেন তিনি নিজেই। সুরারোপ‌ও করেছেন তিনিই। আর গানটির কথা লিখেছেন হাম্মাদ তাহমীম।

গানটির অডিও ও ভিডিও রেকর্ড করেছে কোক ভোকাল। ডাইরেক্টর হিসেবে ছিলেন এনাম বিন সিদ্দিক। সাউন্ড ডিজাইন করেছেন শালিন আহমদ।

একুশে জার্নাল পাঠকদের জন্য অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়া ‘ভাইরাল’ গানটির লিরিক নিম্নে উপস্থাপন করা হলো-

আমরা এখন ভয় করিনা গজব যতোই আসে
বরং গজব দেখলে এখন মন আমাদের হাসে
রাস্তা-ঘাটে যতই ঘটুক মহাদূর্ঘটনা
ব্যাথার চেয়ে সান্তনা পাই মনে ষোলআনা
স্মার্টফোন নেই ভিডিও তাহার ভীষণ হ্যাপীমুডে
লাইক কামাবার ধান্ধা করি ফেইসবুকে আপলোডে
আমাদের এই কাজ দেখে লোক দিক না গালাগাল
আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল!

পরকালের ভয় আমাদের অন্তরে নেই বোধয়
আত্মঘাতী ভাবনা মাথায় কোত্থেকে হয় উদয়
আখেরটুকু ধ্বংস করি আত্মপ্রচারণায়
সেজদাতেও সেলফি তুলি দিলের আরাধনায়
কা’বার সাথে সেলফি নিতে হাজীর সাজে সাজি
বস্তুত তো আমরা হলাম মস্ত বড় পাঁজি
অনেকভাবেই নিজকে দেখাই এই আমাদের হাল
আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল!

অনেকে তো বিশ্বজুড়ে আলোচিত হতে
দ্বীন ছেড়ে আজ হাঁটতে দেখি একদমই ভুলপথে
কথায় কথায় দিচ্ছে গালি আল্লাহ নবীজিকে
বাধ পড়েনা জিহ্বাতে বা গচ্ছিতো বিবেকে
এসব শুধু নিজকে প্রচার করতে গিয়ে তারা
আখের বেঁচে দল বেঁধে আজ হচ্ছে সর্বহারা
নাস্তিকতা ফ্যাশন স্বরূপ গৃহীত আজকাল
আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল!