রাঙ্গামাটিতে তিন উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৮ ২০১৯, ১১:২২

 

ইমাম হোসাইন কুতুবী

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাঙ্গামাটি জেলার তিন উপজেলায় ভোট বর্জন করেছে স্বতন্ত্র প্রার্থীরা।
তারা হলেন বাঘাইছড়ি উপজেলার জেএসএস সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঋষি চাকমা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সমিরন চাকমা, ভাইস চেয়ারম্যান প্রার্থী অমর শান্তি চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুনিতা চাকমা, এই চার প্রার্থী আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনের বিভিন্ন কারচুপির অভিযোগের কথা বলে নির্বাচন বর্জন ঘোষণা করেন।

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অর্জুন মনি চাকমা (আনারস প্রতীক) ভোট গ্রহনে অনিয়মের অভিযোগ তুলে সাংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে ভোট গ্রহণের অনিয়মের অভিযোগ করেছে সাত স্বতন্ত্র পদপ্রার্থী।

তারা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী:- জন্তিনা চাকমা (মোটরসাইকেল প্রতীক), পঞ্চানন চাকমা (ঘোড়া প্রতীক) ও রুপম দেওয়ান (দোয়াত কলম প্রতীক)।
ভাইস চেয়ারম্যান প্রার্থী:- সুজিত তালুকদার (তালা প্রতীক) ও রনবিকাশ চাকমা (চশমা প্রতীক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী:- কোয়ালিটি চাকমা (কলস প্রতীক) ও প্রমিকা চকমা (প্রজাপতি প্রতীক)।