রাঙামাটিতে “জীবন” সংগঠনের স্বেচ্ছাসেবী দিবস পালিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৬ ২০১৮, ০৩:৩৮

গতকাল ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করলো পার্বত্য চট্টগ্রামের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক জীবন পরিবার৷

জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বরের অধিবেশনে প্রতি বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের জন্য সরকার সমূহকে আহবান জানানো হয়। জীবনের সর্বত্র স্বেচ্ছাসেবীদের অবদান সম্পর্কে গণসচেতনতা এবং ঘরে ও বাইরে স্বেচ্ছাসেবায় অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে উৎসাহ প্রদান, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের মূল উদ্দেশ্য। প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্বব্যাপী দিবসটি পালন করবে বিশ্বের হাজারো স্বেচ্ছাসেবী৷
এবার পার্বত্য রাঙামাটিতে প্রথমবারের মত দিবসটির স্থানীয় আয়োজক হবার গৌরব অর্জন করেছে “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ১৮” প্রাপ্ত সংগঠন পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন”৷

জাতিসংঘের স্বেচ্ছাসেবক কর্মসূচি (ইউ এন ভি) এমন একটি সংস্থা যা বিশ্বব্যাপী, উন্নয়নের লক্ষ্যে এবং শান্তি রক্ষার্থে স্বেচ্ছাসেবী মনোবৃত্তিকে উদ্ধুদ্ধ করে । ইউ এন ভি হল , জার্মান ভিত্তিক একটি অলাভজনক সংস্থা। ১৩০ টি দেশে তারা সক্রিয় রয়েছে এবং ৮৬ টি দেশে তাদের ফিল্ড ইউনিট রয়েছে।
তারা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর দপ্তরের সাহায্যে তাদের কার্যক্রম প্রচার করে এবং ইউএনডিপি এর কার্যনির্বাহী বোর্ডের নিকট প্রতিবেদন পেশ করে।
এবার রাঙামাটি থেকে মোট ৭৫টি আবেদন সংগ্রহ করে Jibon”জীবন” যার মধ্য থেকে ৬১টি আবেদন গৃহীত হয়েছে UNV এর কাছে৷
এই ৬১ জন স্বেচ্ছাসেবক ৫ তারিখ রাঙামাটির বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম ও জরিপ কার্য পরিচালনা করেছে৷
এবারই প্রথম রাঙামাটির কোন স্বেচ্ছাসেবী সংগঠন সরাসরি UNV এর স্থানীয় আয়োজক হিসেবে কাজ করার সরাসরি সুযোগ পেয়েছে৷

প্রেস বিজ্ঞাপ্তি