রচডেলে হাজী সুরাব আলী স্মরণে শোকসভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৭ ২০১৯, ১৬:৫৬

রচডেল(ইউকে)প্রতিনিধি:
যুক্তরাজ‌্যের রচডেলে মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম হাজী সুরাব আলী স্মরণে মসজিদ কমিউটির উদ‌্যোগে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রচডেল বাংলাদেশ এসোসিয়েশন এন্ড কমিউনিটি প্রজেক্টে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরুছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মরহুমের কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন খন্দকার আব্দুল মোছাব্বির, এম.বি, কাউন্সিলার সৈয়দ আলী আহমদ, মির্জা আছকির বেগ, জয়নাল আবেদিন, এম এ বাসিত, মইন উদ্দিন, বশীর আহমদ, আবদাল মিয়া, মিলাদুর রহমান, মহসিন মিয়া, মরহুমের ছোট ছেলে শওকত আলী প্রমুখ।

বক্তারা বলেন- মরহুম সুরাব আলী ছিলেন একজন সমাজ সেবক। তিনি আজীবন সমাজের জন্য কাজ করে গেছেন । আল্লাহ উনাকে জান্নাত দান করুন ।

সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন জালালিয়া জামে মসজিদের খতিব মাওলানা শাহজান চৌধুরী।

উল্লেখ্য, মরহুম হাজী সুরাব আলী ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি দশঘর নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যনিজিং কমিটির সাবেক সভাপতি এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত বাংলাদেশ এসোসিয়েশন এন্ড কমিউনিটি প্রজেক্টে মসজিদের দায়িত্বে ছিলেন ।