যুদ্ধাবস্থা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ইমরান খান

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ২৭ ২০১৯, ১০:৫১

পাক-ভারত চলমান যুদ্ধাবস্থা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমারন খান।

ভারতের সঙ্গে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইমরান খান তার ভাষণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। ভাষণের শুরুতে ইমরান খান আশা করেন, ভারতেরশুভবুদ্ধির উদয় হবে । যুদ্ধ কোনো সমাধানের পথ নয় বলে আবারও ভারতকে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে বুধবার সকালে পাকিস্তানের পরমাণু অস্ত্রসংক্রান্ত সব বিষয়কে নিয়ন্ত্রণ করা ন্যাশনাল কমান্ড অথরিটি জরুরি বৈঠকে বসছিল। ইমরান খানের সভাপতিত্বে ওই বৈঠকে সেনাপ্রধাসহ অন্যান্য বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ভোরে সীমান্ত পেরিয়ে হাজার কিলো বোমা ফেলে বহু জঙ্গিকে হত্যার দাবি করছে ভারত।

এরই মাঝে আজ পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান। তা ছাড়া আজই পাক সংসদের যৌথ অধিবেশন ডাকা হয়েছে।

তবে পাকিস্তানের এ বৈঠককে ভয় দেখানোর কৌশল হিসেবেই দেখছে দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহলের একটি বড় অংশ।