ময়মনসিংহ-৭ আসনে মুফতী আব্দুল মুমিনকে প্রার্থী ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৪ ২০১৮, ২০:৪৫

নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহ-৭ আসনে মুফতী আব্দুল মুমিনকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ ত্রিশাল উপজেলার উদ্যোগে বালিপাড়া ষ্টেশন বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম ক্বাসিমীর মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম ক্বাসিমী বলেছেন, এলাকার উন্নয়নে রাষ্ট্র বরাদ্ধ দিলেও দুর্নীতিবাজরা সে বরাদ্ধ পরিপূর্ণ উন্নয়ন কাজে ব্যয় না করে লুটে ফুটে খায়। এলাকার উন্নয়ন, সন্ত্রাস, দুর্নীত, মাদক বন্ধ ও ইসলাম এবং দেশ বিরোধী ষড়যন্ত রুখতে আলেমদের সংসদে পাঠাতে হবে।

দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ভোট একটি আমানত নির্বাচিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি দলের জেলা। এ আমানত একজন আলেমকে দিলে সে আমানত রক্ষা হবে। তাই মুফতী আব্দুল মুমিনকে ময়মনসিংহ-৭ আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আব্দুল মুমিন একজন আলেম ও রাজনৈতিক পরিবারের সন্তান ত্রিশালবাসী ভোট দিয়ে বিজয় করলে পরিবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

আগামী নির্বাচনে এমপি প্রার্থী মুফতি আব্দুল মুমিন বলেন, আমি এ এলাকার সন্তান। আমাদের পরিবার অতিতেও আপনাদের পাশে ছিলো আগামীতেও থাকবে। আমাকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে কাজ করতে পারবো।

উপজেলা জেলা সভাপতি মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সাদিক সালিম, পরিষদ সদস্য কাজী ফাবাশ্বির আহমদ, স্থানীয় বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মালেক, মাওলানা নজরুল ইসলাম, বালিপাড়া ইউনিয়ন আহবায়ক মাওলানা আবুল হোসেন, ত্রিশাল পৌর আহবায়ক মাওলানা এনামুল হক, ত্রিশাল ইউনিয়ন আহবায়ক মাওলানা মুজিবুর রহমান ভৈলর ইউনিয়ন আহবায়ক মাওলানা আব্দুস সাত্তার, কাঠাল ইউনিয়ন আহবায়ক মাওলানা মোশাররফ, সাখুয়া ইউনিয়ন আহবায়ক মাওলানা আবুল কালাম, মুখ্যপুর ইউনিয়ন আহবায়ক মাওলানা মোবারক হুসাইন প্রমূখ।