ময়মনসিংহ ১ : ধানের শীষ ও হাতপাখার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ৩০ ২০১৮, ১৪:৩৫

ময়মনসিংহ ব্যুরো:ময়মনসিংহ ১ আসনের (হালুয়াঘাট-ধোবাউড়া) বিভিন্ন কেন্দ্রের ধানের শীষ ও হাতপাখার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ৷ আনজেরা নগরের একজন হাতপাখার পোলিং এজেন্ট জানান, “আমাকে এবং ধানের শীষের এজেন্টকে গার্লস স্কুল কেন্দ্র থেকে বের করে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা ৷” কাউকে অভিযোগ করেছেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিযোগ করে কি হবে! কোন লাভ তো হবে না ৷ তাই চলে অাসছি ৷”

হালুয়াঘাট মধ্যবাজারের ব্যবসায়ী আবদুল মালেক একজন আ’লীগ সমর্থক ৷ বিশাল এক নৌকা বানিয়ে মিছিল করেছিলেন তিনি দলের সমর্থনে ৷ বেলা ১২টায় তিনি গার্লস স্কুলে গিয়ে ভোট দিতে চাইলে জানতে পারেন, ব্যালট পেপার নাই ৷ তারা নিজেরা মেরে শেষ ফেলেছে ৷ নিজের ভোট দিতে না পেরে তিনি আফসোস প্রকাশ করেছেন ৷ এর দুই ঘন্টা পর আমি (রিপোর্টার) এই কেন্দ্রে গিয়ে একই অবস্থা প্রত্যক্ষ করি ৷ কেন্দ্রের ভেতর থেকে একজন জানান- “বই শেষ ৷ অফিস থেকে ব্যালট বই আনতে পাঠানো হয়েছে ৷” আরেকজন ভোটার জানান, “আমি এক ঘন্টা আগেও এই একই কথা শুনেছি যে, ব্যালট আনতে গেছে ৷ যে কেউ ভোট দিতে আসলে তারা এই একই কথা বলছে আর ভোটাররা ভোট না দিয়েই ফিরে যাচ্ছে ৷”

আব্দুল আলিম নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, “আমি ভোট দিতে গেলে আমার ব্যালট পেপার কেড়ে নিয়ে তারা নৌকায় সিল মেরে দিয়েছে ৷ আমাকে তারা ভোট দিতে দেয়নি ৷”

এডভান্স হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়ে এসে ইসলামপুর নিবাসী একজন ভোটার অভিযোগের সুরে বলেন, “আপনারা কেন্দ্রে যাইয়েন না ৷ গিয়ে কোন লাভ নেই ৷ একেকজন একেক বই নিয়ে সিল মারতেছে ৷ কারও ভোট দেয়ার দরকার নাই ৷”

কৈচাপুর দাখিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে দুপুর ১টা ৬মিনিটে ফোন করে একজন ভোটার জানান, প্রায় দুই ঘন্টা আগেই এই কেন্দ্র দখল করে বই নিয়ে নৌকায় শত শত সিল মারে আ’লীগ কর্মীরা ৷

গিলাভূঁই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের পোলিং এজেন্টরা জাল ভোট দিতে বাধা দিলে তাদের উপর চড়াও হয় স্থানীয় আ’লীগ কর্মীরা ৷ অনেক চেষ্টার পরও কোন ভাবেই কেন্দ্র ধরে রাখতে পারছিলেন না তারা ৷ অবশেষে বিএনপি প্রার্থী আফজাল এইচ খানকে এবিষয়ে জানালে তিনি কেন্দ্র ছেড়ে দিয়ে চলে অাসতে বলেন ৷ পরে তারা চলে আসেন ৷

এছাড়াও রুহিপাগারিয়া, যুগলি, ধারা, গড়পাড়া, আমতৈলসহ আরও অনেক কেন্দ্রের খবর পাওয়া গেছে, যেগুলোতে ধানের শীষ ও হাতপাখার এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে ৷ তবে কোথাও কোন ধরণের সংঘর্ষের খবর পাওয়া যায়নি ৷

বিকেল ৩টায় খবর পাওয়া যায়- নির্বাচনের মারাত্মক খারাপ পরিবেশের কারণে স্থানীয় বিএনপি প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ৷ এ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে তাকে খুঁজে পাওয়া যায়নি ৷

নির্বাচনের এমন পরিস্থিতির প্রভাব লক্ষ্য করা গেছে ফলাফলেও ৷ স্থানীয় অা’লীগ অফিসের সামনে প্রজেক্টরের মাধ্যমে ময়মনসিংহ ১ আসনের হালুয়াঘাটের ফলাফল দেখানো হয় ৷ সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যায়, নৌকা পেয়েছে ১লক্ষ ৬২ হাজার ১শ ষাট ভোট, ধানের শীষ পেয়েছে তেইশ হাজার ৯শ উনচল্লিশ ভোট আর হাতপাখা পেয়েছে ৩হাজার ৬শ ছয়ষট্টি ভোট ৷