ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত ২০: মৃত্যু ১

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৩ ২০২০, ০১:৩৯

ইলিয়াস সারোয়ার: ময়মনসিংহ জেলার চারজনসহ বিভাগে মোট ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে মারা গেছেন একজন।

শনিবার (২ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষার মধ্যে ২০ টি কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ২ জন সেবিকা ও ১ জন স্টাফসহ ময়মনসিংহ জেলার চারজন রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়াও জামালপুরে সাতজন (সদরে তিনজন, ইসলামপুরে তিনজন দেওয়ানগঞ্জে একজন) এবং নেত্রকোনা জেলার ৯ জন (পূর্বধলা হাসপাতালের একজন চিকিৎসকসহ ৫ জন, আটপাড়া তিনজন, কলমাকান্দা একজন) আক্রান্ত।

এদিকে ময়মনসিংহের মুক্তাগাছায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে আব্দুল খালেক (৬০) নামে ওই বৃদ্ধ মারা যান বলে জানিয়েছেন সিভিল সার্জন এবিএম মসিউল আলম।

তিনি জানান, গত ১৯ এপ্রিল আব্দুল খালেকের করোনা পজিটিভ হয়। এরপর থেকে তিনি মানকোন ইউনিয়নের নিমুরিয়া গ্রামের নিজ বাড়িতে কোয়ারিন্টাইনে ছিলেন। এছাড়াও আব্দুল খালেক শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। আব্দুল খালেক ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা বিভাগে চাকুরী থেকে অবসর নিয়েছেন। তার বাড়ি মুক্তাগাছার নিমুরিয়া গ্রামে।