ময়মনসিংহ বিভাগে আজ ৪৮ জন শনাক্ত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১১ ২০২০, ০০:৪৭

মোঃ নাইমুর রহমান তালুকদার, শেরপুর প্রতিনিধি: আজ বুধবার (জুন ১০) ময়মনসিংহ বিভাগে ৪৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ ২টি মেশিনে ৭৫০ নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩১ জন, নেত্রকোনা জেলায় ১৫ জন এবং জামালপুর জেলায় ২ জন।

সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ৩১ জনের মধ্যে মচিমহা-২ জন, সদর-৪ জন, ভালুকা-১৮ জন, ফুলবাড়িয়া-৪ জন, তারাকান্দা-২ জন ও ধোবাউড়া-১ জন।

নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলায় ৮ জন, কেন্দুয়ায় ৪ জন, খালিয়াজুড়িতে ২ জন, এবং মদনে ১ জন।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ২ জন।

উল্লেখ্য, আজ শেরপুর জেলার কোন নমুনা পরীক্ষা করা হয় নাই।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,৬৫২ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৮২৯ জন, জামালপুর জেলায় ৩৬৬ জন, নেত্রকোনা জেলায় ৩১৫ জন, এবং শেরপুর জেলায় ১৪২ জন।

আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। এনিয়ে চার জেলায় সুস্থ্য হলেন ৬২০ জন।

বিভাগে সর্বমোট মারা গেছেন ১৯ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৯ জন, জামালপুর জেলায় ৫ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জন।