মৌলভীবাজারে সাংবাদিকদের পিপিই দিলেন ব্যবসায়ী 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ৩০ ২০২০, ১৬:০৭

বদরুল আলম চৌধুরী: বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের ভয়াল থাবায় নিস্তব্ধ গুটা পৃথিবী। বাংলাদেশও এর প্রভাব লক্ষনীয়। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমনের ঝুঁকি। এমন পরিস্থিতিতে নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত সকল পেশার মানুষ। আতঙ্ক নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন অনেকেই। জীবন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে সংবাদকর্মীরা।

সেই সকল পেশাদার সংবাদকর্মীদের সুরক্ষার কথা চিন্তা করে মৌলভীবাজার জেলার ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) উপহার দিলেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোরের স্বত্ত্বাধিকারী সুমন আহমেদ।

জেলা প্রেসক্লাবে পিপিই গ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্ত।

উল্লেখ্য, মরণঘাতী করোনাভাইসার সংক্রমণ শুরু থেকে সরকার যখন সাধারণ ছুটি ও লকডাউন ঘোষণা করে। এর পর থেকেই তার ব্যবসা প্রতিষ্টানের সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন দিয়ে যাচ্ছেন এছাড়াও পৌর এলাকা ও গ্রামাঞ্চলে অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখছেন ব্যবসায়ী সুমন আহমেদ।