মৌলভীবাজারে বাউলশিল্পীর বাড়িতে হামলা ও ভাংচুর 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ৩০ ২০২০, ১৪:৫০

বদরুল আমল চৌধুরী:

মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের বুদ্বিমন্তপুর (সাকিনস্থ আশ্রয়ন প্রকল্প) গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বাউলশিল্পীর বাড়ীতে হামলা আসবাবপত্র ভাংচুর ও শ্রীলতাহানির অভিযোগ উঠেছে।

এ সময় প্রতিপক্ষের হামলায় স্থানীয় বাউল শিল্পী ফয়সল আহমদ (৩০) ও তার স্ত্রী শাবানা বেগমসহ একাধিক লোকজন আহত হয়েছেন। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত ফয়সল আহমদ বাদী হয়ে মারুফ আহমদ (৪১), সোনা উল্লা (৪৫), আলী হোসেন (২৫), তারেক মিয়া (২২), আবুল মিয়া (২০), শিবলু মিয়া (২৫), ইকলু মিয়া (২৮), লুপাই মিয়া (৩০), বেলাল মিয়া (২৫) আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার এসআই কামাল ঘঠনাস্থল পরিদর্শন করেছেন। বাউল শিল্পী ফয়সল আহমদ জানান- মারুফ আহমদগংদের সাথে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সর্বশেষ বেআইনী জনতাবদ্ধে অন্যায় ভাবে আটক করে মারপিট করে মাথার চুল কেটে ফেলে মারুফগংরা।

এ ঘটনায় থানায় মামলা ( নং-২৬,তারিখঃ ২৮/১২/২০১৯ইং) দায়ের করা হলে মারুফ দীর্ঘদিন কারাবরণ করে জমিনে মুক্ত হয়ে আবারও নির্যাতন শুরু করে। এ ব্যপারে জানতে চাইলে ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য লাকী বেগম ঘঠনার সত্যতা স্বীকার করে বলেন- দীর্ঘদিন যাবৎ উভয় পরিবারের মধ্যে বিরুধ চলছে।