মেয়র লুৎফর রহমান ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে বো-ওয়েস্ট অর্গানাইজেশনের ইফতার মাহফিল অনুুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৩ ২০২৩, ১৯:১১

চ্যারিটি সংগঠণ বো-ওয়েস্ট অর্গানাইজেশন এর আয়োজনে গত ১২ এপ্রিল বুধবার রিজেন্টস লেক ব্যাংকুইটিং হলে এক জনাকীর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনিতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামী স্কলারগণ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে কমিউনিটি নেতৃবৃন্দ বো-ওয়েস্ট অর্গানাইজেশনের কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন। অতিতের ন্যায় আগামী দিনে ও কমিউনিটির স্বার্থ সংস্লিস্ট যে কোন কাজে সার্বিক সহযোগিতার কথা তাঁরা ব্যক্ত করেন। অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস্ এর এক্সেকিউটিভ মেয়র লুৎফর রহমান বো-ওয়েস্ট অর্গানাইজেশন কে আগামী তিন-চার মাসের মধ্য বো-ওয়েস্ট এলাকায় নবনির্মিত একটি স্থায়ী সেন্টারে স্তানান্তরিত করতে তাঁর সহযোগিতার কথা আবার ও ঘোষনা করেন।

বো-ওয়েস্ট অর্গানাইজেশনের এর সভাপতি মাওলানা কাসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস্ এর এক্সেকিউটিভ মেয়র লুৎফর রহমান।

বো-ওয়েস্ট অর্গানাইজেশনের সেক্রেটারি মোহাম্মদ ইকবাল লতিফের সার্বিক পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে রাখেন বো-ওয়েস্ট অর্গানাইজেশনের এর সভাপতি মাওলানা কাসিম উদ্দিন চৌধুরী। বো-ওয়েস্ট এলাকায় নবনির্মিত সংগঠনের স্থায়ী সেন্টার নিয়ে আলোচনা করেন বো-ওয়েস্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা সৈয়দ নাঈম আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া বেক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম,টাওয়ার হ্যামলেটস্ এর ডেপুটি মেয়র মায়ুম মিয়া, রিজেন্টস পার্ক মসজিদের খতিব শায়েখ কাজী লুৎফর রহমান,হ্যামলেটস্ ওয়ে মসজিদের খতিব হাফিজ মাওলানা ইলিয়াছ, টাওয়ার হ্যামলেটস্ এর কাউন্সিলার আনা মিয়া, কাউন্সিলার মোহাম্মদ চৌধুরী, ইমাম হাফিজ মাওলানা আব্দুল ওয়াহীদ ও Mayor’s Strategic Advisor (BAME Media & Community) মোহাম্মদ জুবায়ের।

জনাকীর্ণ এ ইফতার মাহফিলে বিশিষ্ট জন যারা অংশগ্রহণ করেন বিশিষ্ট আলেম মাওলানা ছাইদ আলী, মাওলানা সিরাজুল ইসলাম. ইমাম বায়তুল আমান মসজিদ, তোফায়েল আহমদ ডাইরেক্ট আরিয়ানা গার্ডেন, মাহফুজ রহমান রিপন সভাপতি বিশ্বনাথ সোশাল ট্রাস্ট, কমিউনিটি ব্যাক্তিত্ব মুনজুর আহমদ চৌধুরী প্রমুখ।

বো-ওয়েস্ট অর্গানাইজেশনের দায়িত্বশীল যারা অংশগ্রহণ করেন ট্রেজারার মিজান আব্দুল্লাহ,এসিস্টেন্ট সেক্রেটার লোকমান হোসেন,এসিস্টেন্ট ট্রেজারার মিজানুর রহমান,প্রচার সম্পাদক সাদেক আহমেদ, দপ্তর সম্পাদক মো: গোলাম হোসেন,কার্যকারী সদস্য: জমশেদ আলী,কুদ্দুস মিয়া।সংগঠনের উপদেস্টা সাইফুল আলম রুকন,সদস্য শামীম আল মামুন,সদস্য নাজমুল হোসেন ও কাজল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সেন্টারের ইমাম হাফিজ মাওলানা ইমতিয়াজ। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম।