মেনন এর নিন্দা ও কাজী ফিরোজ রশীদকে অভিনন্দন জানালো হেফাজতে ইসলাম ইউকে ও ইউরোপ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১১ ২০১৯, ২৩:৪৯

সাজ্জাদ আনসারী: কওমি শিক্ষাকে বিষ বৃক্ষ এবং হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফি দা: সম্পর্কে ধৃষ্ঠতাপূর্ণ কটুক্তি করায়
রাশেদ খান মেনন এর বক্তব্যের তীব্র নিন্দা ও তার শাস্তি দাবী করেছে হেফাজতে ইসলাম ইউ কে ও ইউরোপ ।

এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন ও হেফাজতে ইসলাম ইউকের সভাপতি মাওলানা আব্দুল কাদির সালেহ
রাশেদ খান মেননকে সুবিধাবাদী রাজনীতির দ্বিচারী গোপাল আখ্যায়িত করে বলেন ,নিজের নিভে যাওয়া ইমেজকে পুনরায় জন আলোচনার মাঠে ফিরিয়ে আনার হীন উদ্দেশ্যেই দেশের মানুষের ইসলামী চেতনায় আঘাত করে মেনন উস্কানী মূলক বক্তব্য দিয়েছে ।

নেতৃবৃন্দ জাতীয় সংসদের কার্যবিবরনী থেকে তার এই বক্তব্যকে এক্সপান্জ করাএবং মেননকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহবান জানান ।

বিবৃতিতে নেতৃবন্দ রাশেদ খান মেননের ধৃষঠতার প্রতিবাদ ও জাতীয় সংসদের কার্যবিবরনী থেকে তা এক্সপান্জ করার আহবান জানিয়ে জোড়ালো বক্তব্য রাখায় বৃটেন ও ইউরোপের উলামায়ে কেরাম ও ধর্মপ্রান জনগনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও প্রবীন রাজনীতিবিদ জনাব কাজী ফিরোজ রশীদ কে আন্তরিক অভিনন্দন জানান ।

নেতৃবন্দ জনাব কাজী ফিরোজ রশীদকে উদ্দেশ্য করে বলেন , জাতীয় সংসদে অন্যায় অপবাদ ও নিরবতার ক্রান্তিলগ্নে সত্য ন্যায় ও ইসলামের পক্ষে আপনার বলিষ্ঠ ভূমিকা ইতিহাসে স্বর্নাক্ষরে লিখা থাকবে।