মেখল ফাতিমাতুয যাহরা রাযি. মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০১৯, ১২:৪৩

হাবীব আনওয়ার:: হাটহাজারী থানার ঐতিহ্যবাহী দক্ষিণপূর্ব মেখল ফাতিমাতুয যাহরা রাদি.মহিলা মাদরাসার খতমে দরসে বুখারী ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷

আজ ২৬ মার্চ সকাল ৯ টায় মাওলানা আহমদ বিন আলীর সঞ্চালনায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মুহাম্মাদ আলী কাসেমীর সভাপতিত্বে মাদরাসার দারুল হাদীস মিলনায়নে এ বুখারী খতম ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয় ৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুখারী শরীফের আখেরী দরস প্রদান করেছেন আমীরে হেফাজত,হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ৷

সকাল ৯ টায় শুরু হওয়া খতমে দরসে বোখারী শরীফে প্রথমে সনদ সহ বোখারী শরীফের সর্বশেষ হাদীস পাঠ করা হয়। পঠিত হাদীসের উপর প্রায় ঘন্টাব্যাপী আলোচনা পেশ করেন আল্লামা আহমদ শফী ৷ বোখারী শরীফের গ্রহণযোগ্যতা উল্লেখ করে বোখারী শরীফের সর্বশেষ হাদীস এবং সর্বপ্ৰথম হাদীসের সনদ, হাদীস,অধ্যায়, রাবী বা বর্ণণাকারীর সামনজস্যতা তুলে ধরেন তিনি ৷

সর্বশেষ আল্লামা শাহ আহমদ শফী বোখারী শরীফের সনদ পরস্পরা বয়ান করে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাসের উপর অটল-অবিচল থাকার শর্ত সাপেক্ষে উপস্থিত সমাপনী বর্ষের ছাত্রীদের হাদীস অধ্যয়ন ও অধ্যাপনার ইযাযত (অনুমতি) প্রদান করেন ৷

এ সময় উপস্থিত ছিলেন, আল হুদা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মীর কাসেম,মাদরাসার প্রধান উপদেষ্টা ডেন্টাল সার্জন ডাঃতৈয়্যব সিকদার,মাওলানা এমরান,হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী আব্দুল হামীদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক জনাব আব্দুল মাবুদ,মাদরাসার শিক্ষাপরিচালক মাওলানা এনাম,মাওলানা নুরুল হক, মাওলানা জহিরুল ইসলাম সহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ ৷

দরস শেষে মুসলিম উম্মাহর নিরাপত্তা কামনা,সুখ-শান্তি সমৃদ্ধি এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দুআ করেন আল্লামা শাহ আহমদ শফী ৷