“মুসলিম উম্মাহর হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কওমী মাদরাসা ছাত্রদেরকেই এগিয়ে আসতে হবে”

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৭ ২০১৯, ২২:০৭

  • মুসলিম উম্মাহর হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কওমী মাদরাসা ছাত্রদেরকেই এগিয়ে আসতে হবে
    -ড. আ ফ ম খালিদ হোসাইন

আজ ২৭ সেপ্টেম্বর’১৯ (শুক্রবার) সকাল ৯ টা হতে আইএসসিএ চট্টগ্রাম মহানগর অডিটোরিয়ামে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আয়োজনে “স্পষ্টভিত্তিক কওমী মাদ্রাসা প্রতিনিধি সম্মেলন” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসাইন উপরোক্ত কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি রিদওয়ানুল হক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ নূরুল করীম আকরাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজাহিদ সগীর আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক, আলমগীর হোসাইন মাহমুদ ও জামিয়া বায়তুল করীমের শিক্ষা পরিচালক, মাওলানা আব্দুর রহীম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, মিশকাতুল ইসলাম; হাটহাজারী সাংগঠনিক জেলা সাবেক সভাপতি, আমীরুল ইসলাম; হাটহাজারী সাংগঠনিক জেলা সভাপতি, মুহাম্মদ খলিল; পটিয়া সাংগঠনিক জেলা সভাপতি, আব্দুল্লাহ আল-মারুফ; কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক, মোরশেদ কারিমী; চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক, হাবিবউল্লাহ মিছবাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ নাজিম উদ্দীন; প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মাদ তানভীর হোসাইন; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মুহাম্মাদ জিল্লুর রহমান; অর্থ সম্পাদক মুহাম্মাদ ওয়াহিদুর রহমান; কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক, ইকবাল হোসাইন, কলেজ সম্পাদক মুহাম্মাদ জয়নাল আবেদিন, স্কুল বিষয়ক সম্পাদক, আব্দুর রহমান রবিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম উত্তর জেলা ও কক্সবাজার জেলা আওতাধীন বিভিন্ন কওমী মাদ্রাসা এবং হাটহাজারী সাংগঠনিক জেলা ও পটিয়া সাংগঠনিক জেলার প্রতিনিধি ও দায়িত্বশীলগণ।