মুফতী তাকী উসমানীর উপর সন্ত্রাসী হামলা:তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা বাবুনগরী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৩ ২০১৯, ১২:৪৬

প্রখ্যাত ইসলামী স্কলার ও পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি বিশ্ববিখ্যাত মুহাদ্দীস আল্লামা মুফতী তাকী উসমানীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজত মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

২৩ মার্চ শনিবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ৷

আল্লামা বাবুনগরী বলেন,তাকী উসমানী বর্তমান বিশ্বের একজন প্রখ্যাত মুফতী( ইসলামী আইন বিশেষজ্ঞ), মুহাদ্দীস ৷ হত্যার উদ্যেশ্যে সন্ত্রাসীরা মুফতী তাকী উসমানীর উপর এভাবে হামলা চালিয়েছে ৷ আমি ন্যাক্কারজনক এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷

ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা অঘোষিতভাবে পুরো বিশ্বে মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছে ৷ নিউজিল্যান্ডের গঠনার এক সপ্তাহ গত না হতেই তারা আবারো শীর্ষ একজন আলেমের উপর হামলা চালিয়েছে ৷ তাই বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে ইন্টারন্যাশনাল সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সময়ের দাবী ৷

হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মুফতী তাকী উসমানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতঃ তার উপর হামলাকারীদের দ্রুত খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

প্রেস বিজ্ঞপ্তি/