মুফতি আবুল কালাম যাকারিয়া রহ. এর জীবনি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১১ ২০১৯, ১৪:৫৫

মুফতি আবুল কালাম যাকারিয়া ১৯৫৬ সালের ১৫ই মার্চ এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর সম্মানিত পিতার নাম জনাব লাল মিয়া রহ.।

নিজ জন্মস্থান সাতগাঁও, বাগুয়া বিশ্বম্বপুর গ্রামে তিনি প্রাথমিক পড়াশুনা সমাপ্ত করে জামেয়া ইসলামিয়া আরাবিয়া রামনগরে মুতাওয়াসসিতা ২য় বর্ষ হতে সানাবিয়া ১ম বর্ষ পর্যন্ত অধ্যয়ন করেন। অতঃপর জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহ জালাল রহ. –এ ভর্তি হয়ে ১৩৯৮ হিজরি মুতাবিক ১৯৭৮ ঈসায়িতে অত্যন্ত কৃতিত্বের সাথে তাকমীল ফিল হাদিস সম্পন্ন করেন।
প্রাতিষ্ঠানিক পড়ালেখা সমাপ্তির পর ১১ই শাওয়াল ১৩৯৮ হিজরিতে জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ -এর শিক্ষক নিযুক্ত হয়ে বর্তমানে এ জামেয়ার মুহতামিম, প্রধান মুফতি ও নায়েবে শায়খুল হাদিসের দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন।

অধ্যাপনার পাশাপাশি মুফতি আবুল কালাম যাকারিয়া একাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। আরবি, উর্দু ও বাংলা ভাষায় তাঁর লিখিত অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে। (১) বুখারী শরীফের বাংলা অনুবাদ, (২৮ নং পারা); ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত; (২) হায়াতে ঈসা আ.; (৩) সত্যের আলোর মুখোশ উন্মোচন; (৪) আদাবুল মুতাআল্লিমীন; (৫) প্রচলিত সাধারণ মোজার উপর মাসেহ বৈধ নয় কেন? (৬) তাক্বরীরে ক্বাসিমী শরহে তাফসীরে বায়যাবী; (৭) মালা বুদ্দা মিনহু (উর্দু); (৮) কায়েদায়ে এদারা; (৯) আদইয়ায়ে মাছুরা; (১০) আধুনিক গণিত; (১১) এদারা আদর্শ গণিত ১ম ভাগ; (১২) এদারা আদর্শ গণিত ২য় ভাগ; (১৩) এদারা বাংলা সাহিত্য ১ম ভাগ; (১৪) এদারা বাংলা সাহিত্য।

তাঁর সম্পাদিত গ্রন্থসমুহঃ- (১৫) এদারা মক্তব পাঠ (৪র্থ খণ্ড); (১৬) মাসিক আদর্শ; (১৭) মাসিক আল ক্বাসিম; (১৮) মুখতাছার তা’লিমুল ইসলাম ১ম, ২য় ও ৩য় খণ্ড; (১৯) আদ্দুরূসুল আরাবিয়া; (২০) উর্দূ আদব; (২১) আল ইরশাদ।

এছাড়া অপ্রকাশিত আরো অনেক পাণ্ডুলিপি রয়েছে। যেমন- (১) বাহজাতুল আদব শরহে নাফহাতুল আরব; (২) তাওযীহুল বায়ান ফী মাসআলাতি ক্বিয়ামি রামাযান; (৩) শরহে আক্বীদাতুত তাহাভী; (৪) বাইবেলের স্বরূপ ইত্যাদি।

সূত্র> জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রহ. -এর ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন উপলক্ষে (ফযিলত ২য় বর্ষের ১৪৩৫-৩৬ হিজরি) প্রকাশিত বিশেষ স্মারক স্বপ্ন বোনার ৫৫ বছর