মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে বড়লেখায় মোবাইল কোর্ট 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১২ ২০২০, ১৭:৪২

এম. এম আতিকুর রহমান: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান আজ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে ১৯ টি মামলায় ১১,৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরমধ্যে মাস্ক ব্যবহার না করার কারণে ১৭ টি মামলায় ৫,৪০০ টাকা, অধিক সংখ্যক যাত্রী পরিবহনের জন্য ১টি মামলায় ১০০০ টাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে রেস্টুরেন্ট পরিচালনা করার জন্য ১টি মামলায় ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বড়লেখা থানার এস আই প্রভাকর রায়ের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশ মোবাইল কোর্ট কে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন। এসময় পথশিশু, রিকশা/ ভ্যান চালক এবং গরীব মানুষদের মধ্যে মাস্ক ও বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরান।