মার্কিন সামরিক বহরে তালেবানের হামলায় সব সেনা নিহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১২ ২০২০, ০৩:৫৭

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে মার্কিন সামরিক বহরের ওপর তালেবান গেরিলারা বড় ধরনের হামলা চালিয়েছে। এতে বহরের সব সেনা মারা গেছে বলে দাবি করেছে তালেবান।

আজ (শনিবার) কান্দাহার প্রদেশের দান্দ এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমা দিয়ে মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা করে তালেবান। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সামরিক জোটের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদী এই হামলার দায় স্বীকার করেন। তিনি বলেন, গাড়িতে থাকা আমেরিকার সব সোনা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে তালেবানের স্প্লিন্টার গ্রুপের কমান্ডার মোল্লা নাঙ্গালাই হেরাত প্রদেশে মার্কিন বিমান হামলায় নিহত হন। ওই হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিক মারা গেছে।

এরপর তালেবান কান্দাহার প্রদেশে এ হামলা চালালো। ধারণা করা হচ্ছে- কমান্ডার মোল্লা নাঙ্গালাইয়ের হত্যার প্রতিশোধ নিতেই তালেবান এ হামলা চালিয়েছে।