মানিকছড়িতে ৩০লাখ শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৮ ২০১৮, ১৫:৫৫

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা১৮ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা১৮ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধনের পর মানিকছড়ি উপজেলায় তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে জাঁকজমকপূর্ণভাবে একযোগে বৃক্ষরোপন করেন। মানিকছড়ি উপজেলা পরিষদের সামনে উপজেলা চেয়ারম্যান বাবু ম্রাগ্য, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, রুবাইয়া আফরোজ, সহকারী কমিশনার (ভূমি), মানিকছড়ি সাব জোন কমান্ডার, ০১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনাব শফিকুর রহমান ফারকসহ স্থানী গন্যমান্য জনপ্রতিনিধি বিভিন্ন বিভাগের অফিস প্রধানগণ উপস্থিত হয়ে মানিকছড়ি রেঞ্জ অফিসের সহায়তায় বৃক্ষ রোপন করেন।

বৃক্ষরোপন শেষে সবাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একত্রিত হয়ে সভা করেন।