মানিকগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করায় ৩ আড়ৎকে জরিমানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৬ ২০২০, ১৮:২৪

মিলন মাহমুদ( মানিকগঞ্জ): মানিকগঞ্জের বিভিন্ন বাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করায় ব্যবসায়ীদের জরিমানা করেছে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস এর নির্দেশনায় আজ ১৬ সেপ্টেম্বর সকাল ৬.০০ টা থেকে পেঁয়াজের পাইকারি আড়ৎ(জাগীর, ভাটবাউর) ও পৌর, বেউথা, বান্দুটিয়া ও দুধবাজারে ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলার অভিযান পরিচালিত হয়।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করে ও অধিক দামে পেয়াজ বিক্রয় করার অপরাধে তিনজন আড়ৎদারকে মহাপরিচালক প্রদত্ত ক্ষমতা বলে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার পৌর বাজার, দুধবাজার, বেউথা বাজার, বান্দুটিয়া বাজার এ আজ দেশি পেয়াজের সর্বোচ্চ যৌক্তিক দাম কেজি প্রতি ৯০ টাকা।

অভিযানকালে পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন করতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল।